ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো অসুস্থ এমপি মিলনকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো অসুস্থ এমপি মিলনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে এমপি মিলনকে। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।  

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বেসরকারি একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে মোরেলগঞ্জ আজিজ মেমোরিয়াল মাধ্যামিক বিদ্যালয় মাঠ থেকে ঢাকায় পাঠানো হয়।

 

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে শ্বাস কষ্ট শুরু হয় প্র্রবীন এই আওয়ামী লীগ নেতার। শ্বাস কষ্টের সঙ্গে ডায়াবেটিসও বেড়ে গেছে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ।

তিনি বলেন, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন মোরেলগঞ্জ পৌর শহরের নিজ বাসভবনে স্বাভাবিক কাজ কর্ম করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে শ্বাস কষ্ট শুরু হয়। পরে ডায়াবেটিসও বেড়ে যায়। পরিবারের সবার সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে বলে জানান তিনি।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, সংসদ সদস্য মহোদয়ের শ্বাস কষ্ট শুরু হলে তা বাড়তে থাকে। বিষয়টি ক্রমশ জটিল হতে পারে ভেবে দ্রুত তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।