ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মগবাজারে ভবন থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
মগবাজারে ভবন থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ঢাকা: রাজধানীর মগবাজার নির্মাণাধীন ভবন থেকে পড়ে মজনু মিয়া (১৯) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মগবাজার ইস্পাহানি কলোনিতে এ ঘটনা ঘটে।

মজনু চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নূর মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি মগবাজার ইস্পাহানি কলোনিতে থেকে কাজ করতেন।

মজনুর সহকর্মী বিপ্লব হোসেন জানান, তিনি ও মজনু ওয়েল্ডিং মিস্ত্রি। সকাল থেকে মজনু ১২তলার ভবনের বাইরের দিকে জানালার গ্রিলে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে মজনু এক মাচান থেকে অন্য মাচানে যাওয়ার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।