বরিশাল: শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির মধ্য দিয়ে মাঘী শুক্ল পঞ্চমীর পূণ্য তিথিতে বরিশালে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বল্প পরিসরে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে স্বল্প পরিসরে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির, পাড়া-মহল্লা ও ব্যক্তিগত মিলিয়ে বরিশাল নগরে প্রায় চার সহস্রাধিক পূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজা উপলক্ষে মণ্ডপগুলোকে নানা সাজে সাজানো হয়েছে। সকাল থেকে বিদ্যার্থীরা উপস্থিত হয়ে বিদ্যা দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করেন।
দেবীর কাছে তাদের কামনা পুরোটা বছর যেন নির্বিঘ্নে ও মনোযোগ সহকারে পড়াশুনা করে ভালো ফলাফল করতে পারেন।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এমএস/আরবি