মুন্সিগঞ্জ: নোংরা পরিবেশে খাবার তৈরি, নদী দূষণ ও বিক্রির অপরাধে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের চারটি খাবারের দোকানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
হোটেলগুলো হলো- বসুমতি হোটেলকে ৭ হাজার টাকা, নিউ রাঁধুনি হোটেলকে ৭ হাজার, ভান্ডারি মোল্লা হোটেলকে ১০ হাজার ও সোনার বাংলা মোল্লা হোটেলকে ১০ হাজার টাকা।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করে জরিমানা করেন।
তিনি জানান, এসব খাবারের দোকানে বাবুর্চি ও কর্মীদের মুখে মাস্ক নেই, হাতে গ্লাভস নেই, মাথা ঢাকা নেই। খাবার খোলা অবস্থায় রাখা হয়েছে, নির্দিষ্ট ঢাকনাসহ ডাস্টবিন নেই। হোটেলের সামনেই রাস্তার পাশে মাছ ভাজা ও ভর্তা তৈরি হচ্ছিল। যাবতীয় ময়লা-আবর্জনা পদ্মা নদীতে ফেলছিল। তাদের এসব বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা হয়।
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ননফুডগ্রেড কালার ব্যবহার করার দায়ে চার হোটেলকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
আরএ