নাটোর: নাটোরের নলডাঙ্গায় নকল কীটনাশক বিক্রির অভিযোগে মো. তৌহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস। দণ্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম নলডাঙ্গা বাজারের মেসার্স কৃষি সেবা কেন্দ্র নামের কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানের মালিক।
ইউএনও মো. আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, স্থানীয় কয়েকজন কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে তৌহিদুল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। এসময় তৌহিদুলকে ম্যাকডোনাল্ড কোম্পানির নামে নকল সানটাপ কীটনাশক বিক্রি করার সময় হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আর এমন অপরাধ না করতে তাকে সতর্কও করা হয়।
ইউএনও আরও বলেন, স্থানীয় কৃষকদের অভিযোগ, তারা তাদের পেঁয়াজের ক্ষেতে পোকা দমনের জন্য ওই দোকান থেকে ম্যাকডোনাল্ড কোম্পানির সানটাপ কীটনাশক কিনে নিয়ে যান। কিন্তু জমিতে কয়েক দফা কীটনাশক ছিটিয়েও কোনো কাজ হয়নি। ফলে তারা উপজেলা কৃষি কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হলো।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এসআই