ঢাকা বিশ্ববিদ্যালয়: ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়ে ঘোষিত মামলার রায়ে মোটামুটি সন্তোষ প্রকাশ করেছে তার পরিবার। একইসাথে দ্রুততার সঙ্গে রায় কার্যকরের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজের সঙ্গে আলাপকালে অভিজিতের ভাই অনুজিৎ রায় এ আহ্বান জানান।
তিনি বলেন, রায় নিয়ে আমি কিছুটা হলেও সন্তুষ্ট। যে নায্যবিচারটা অনেক আগেই হওয়ার কথা ছিল, নানারকম দীর্ঘসূত্রিতার কারণে সেটি হয়নি। তারপরেও আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। আদৌ কি এই মামলাটা কোর্টে উঠবে, উঠলেও এই বিচারটা ঠিকমতো হবে? হলেও মামলাটা ঝুলে থাকবে কিনা, তারপরেও আমি অনন্ত আশ্বস্ত হলাম দেরিতে হলেও এই রায়টা হয়েছে। আমি চাই রায় যাতে অবিলম্বে কার্যকর হয়।
অনুজিৎ রায় আরও বলেন, শুধু রায় কার্যকর করাটা যথেষ্ট না। আমি মনে করি, পুলিশ প্রশাসনের দায়িত্ব আরও বেড়েছে। এ হত্যাকাণ্ডের মূল আসামি যারা তাদের যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। না হলে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে আমাদের পরিবারের জন্য হুমকি হয়ে উঠতে পারে। মূল যারা হোতা তাদের যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং রায় কার্যকর করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এসকেবি/এমজেএফ