নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিলপল্লীতে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্য ৪০ বছর যাবত এ প্রতিযোগিতা হয়ে আসছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে এ প্রতিযোগিতা উপভোগ করতে আসে যন্ত্রাইল, নয়নশ্রী, শিকারীপাড়া, বারুয়াখালী, কলাকোপা, বান্দুরা ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকার প্রায় ২০ হাজার দর্শক। অনুষ্ঠান স্থল ঘিরে বসে বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্য মেলা।
বিলপল্লী সবুজ সংঘ এর আয়োজনে হারিয়ে যাওয়া বাঙালীর ঐতিহ্য ধরে রাখতে এ আধুনিক যুগে গ্রাম-বাংলার মানুষকে খানিকটা আনন্দ-বিনোদন দেয় এ ক্লাবের আয়োজকরা।
পার্শবর্তী নলগোড়া গ্রামের বাসিন্দা গণেশ বিশ্বাস জানান, প্রাচীনকাল থেকে প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে প্রতিযোগীতা হয়ে আসছে।
স্থানীয়রা জানান, পঞ্চমী তিথি উপলক্ষে কয়েকদিন আগে থেকে আশপাশের বাড়ি গুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলি, দই, চিড়া, মুড়ি, মোয়ার আয়োজন করা হয়।
বিলপল্লী সবুজ সংঘের সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূরআলম বাংলানিউজকে জানান, গ্রাম বাংলার মানুষের চিরচেনা এ গরু রশি ছেঁড়া প্রতিযোগিতার ইতিহাস, পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০২১
কেএআর