মাগুরা: জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাগুরায় শুরু হয়েছে পক্ষকালব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব। জেলা প্রশাসনের সহযোগিতায় টাউন হল ক্লাব ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
মঙ্গলবার (১৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় শহরের আছাদুজ্জামান মিলনায়তনে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। ১৬ থেকে ৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধনী দিনে মাগুরা জেলা শিল্পকলা একাডেমির শিল্পিরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
জেলার ২৫টি নাট্য, সাংস্কৃতিক, সাহিত্য ও আবৃত্তি সংগঠনের সদস্যরা পক্ষকাল ব্যাপি এ উৎসবে অংশ নিচ্ছেন বলে জানান আয়োজকরা।
বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি ২০২১
কেএআর