ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভুয়া লোগো ব্যবহার করায় বেকারিকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ভুয়া লোগো ব্যবহার করায় বেকারিকে লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশাল: নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত পণ্য উৎপাদন ও ভুয়া লোগো ব্যবহার করায় বরিশালে এক বেকারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীনের নেতৃত্বে নগরের সাগরদী এলাকার আপন ফুডস নামক একটি বেকারিতে এ অভিযান চালানো হয়।

এসময় ওই প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদন ব্যতীত পণ্য উৎপাদন করতে দেখা যায়। এছাড়া প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই বিএসটিআই এর লোগো ব্যবহার করে বিস্কুট, পাউরুটি ও কেক মোড়কজাত করে বিক্রয় করার বিষয়টি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

পরে "আপন ফুডস" কে বিএসটিআই আইন-২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক আদায় করা হয়।  

এছাড়া মালিককে প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করার জন্য বলা হয়।  

অভিযানে বরিশালের বিভাগীয় বিএসটিআই অফিসের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. মাহফুজুর রহমান প্রসিকিউশন দেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা দেয়।

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।