ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্মী আহত, ঢামেকে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্মী আহত, ঢামেকে ভর্তি

ঢাকা: রাজধানীর নয়া পল্টনের একটি বাসায় কুলসুম আক্তার (১৬) নামে এক গৃহকর্মী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার বাড়ি লক্ষিপুর রায়পুর উপজেলায়। নয়া পল্টন ৭২ নম্বর ফারুক টাওয়ারে ১৫তলায় গৃহকর্তা আমিনুল হক ও গৃহকর্ত্রী ফেরদৌসি আক্তারের বাসায় দুই বছরের বেশি সময় ধরে গৃহকর্মী হিসেবে কাজ করতো কুলসুম।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্ত্রী ফেরদৌসি জানান, রাতে সবাই ঘুমিয়েছিলো। সকালে গৃহকর্তা আমিনুল বাহিরে যাওয়ার সময় কুলসুম তাকে নাস্তা বানিয়ে দেয়। এরপর আবার যে যার রুমে ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে বড় ছেলের স্ত্রী আকলিমা আক্তার প্রিয়া রান্না ঘরে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে কুলসুম। পরে সবাইকে ডাকলে তারা কুলসুমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি জানান, কুলসুমের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রক্তে তার সারা শরীর ভিজে গেছে। তখন বাসার মেইন দরজা খোলা ছিলো। কিভাবে কি হয়েছে তা বলতে পারছিনা।

ঢামেক হাসপাতালের নাক কান গলার এক চিকিৎসক জানান, কুলসুমের শ্বাসনলী গভীরভাবে কেটে গেছে। আমরা এটি সেলাই করার চেষ্টা করছি। শ্বাস নেওয়ার জন্য গলায় একটি কৃত্রিম নল লাগানো হয়েছে। তার অবস্থা খুবই গুরুতর।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, রক্তাক্ত আহত অবস্থায় ওই বাসার লোকজনই তাকে হাসপাতাল নিয়ে এসেছে। কারা কেনো এই ঘটনা ঘটিয়েছে তা কিছু জানা যায়নি। ঘটনাটি পল্টন থানায় জানানো হয়েছে।

পল্টন থানার (ওসি) আবু বকর সিদ্দিকী জানান, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।