সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়াতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে বাবর আলী (৪৫) নামে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুড়িকাউনিয়া লঞ্চঘাটের বিপরীতে খুলনার কয়রা উপজেলার দশালীয়ায় তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে ট্রলার ডুবির পর ৫৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো নিখোঁজ রয়েছেন শফিকুল ও আজিজ নামে দুই শ্রমিক।
প্রত্যক্ষদর্শী হাসানুল বান্না বাংলানিউজকে জানান, দুপুরের দিকে কপোতাক্ষ নদের দশালীয়ায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো দু’জন নিখোঁজ রয়েছেন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূঁইয়া বাংলানিউজকে জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান চলছে। বৃহস্পতিবার এক জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ অন্য দু’জনকে উদ্ধারের প্রচেষ্টা চলছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে বাঁধ নির্মাণের কাজে যাওয়ার সময় কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে এখন নয় জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ ছিলেন। এদের বৃহস্পতিবার আলী নামে এক জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ অন্য দু’জন হলেন- আশাশুনির শ্রীউলার শফিকুল ও আজিজ।
** আশাশুনিতে ট্রলারডুবি: ৩৩ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ ৩ শ্রমিক
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এসআরএস