ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুর নগরীরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা নয়টি স্থাপনা উচ্ছেদ করেছে রংপুর সিটি করপোরেশন (রসিক)।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

রসিকের ম্যাজিস্ট্রেট ফিরোজুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সিটি করপোরেশনের সহযোগিতায় অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। তবে বিনা নোটিশে তাদের উচ্ছেদ করার অভিযোগ তুলেছেন এসব স্থাপনার মালিকরা।  

এ সময় উপস্থিত রসিকের মেয়র মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘ দিন ধরে অবৈধভাবে দখলদারদের সরে যেতে নোটিশ দেওয়ার পরও তারা সরে না যাওয়ায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। তারপরও কারও নূনতম বৈধতা থাকলে তাদের পুনর্বাসন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।  

২৮ কোটি টাকার চলমান একটি উন্নয়ন প্রকল্পের কাজ অবৈধ দখলদারদের কারণে বাধাগ্রস্ত হচ্ছিল বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।