নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) সদস্যরা।
আটকরা হলেন-বাকুল যােসেন (৩২), সেমি (৩২), রিপন মিঞা (২৬), রবিউল ইসলাম (২৬), আব্দুর রশিদ (৪৫), রফিকুল ইসলাম (৪০) ও মো. জালেদ হােসেন (২৯)।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।
খন্দকার সাইফুল আলম জানান, বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে ডাকাতির প্রস্তুতির সময় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ম্যাগজিন ভর্তি একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ৩১টি হাতুড়ি ও ৪৪টি ককটেল উদ্ধার করা হয়।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা লক্ষীপুর সদর উপজেলার কলেজরােড এলাকায় একটি স্বর্ণের দােকানে ডাকাতি করার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ওএইচ/