ঢাকা: বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২১-২৩) শপথগ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের (অতিরিক্ত সচিব) উপস্থিতিতে বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটি ২০২১-২৩ শপথ বাক্য পাঠ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কমিটির সদস্যরা পরিসংখ্যান ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা প্রদর্শন করেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপমহাপরিচালক (অতিরিক্ত সচিব) ঘোষ সুবব্রত ও সাধারণ সম্পাদক পদে উপপরিচালক হন মহিউদ্দিন আহমেদ।
এছাড়াও ভোটারদের সরাসরি ভোট ও প্রথমবারের মতো অনলাইনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সর্বমোট ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হন। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বিবিএস এর যুগ্মপরিচালক আমজাদ হোসেন ও মো. রফিকুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে উপপরিচালক মো. মোবারক হোসেন ও মো. আরিফ হোসেন নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে, উপপরিচালক মো. নাজমুল হক নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমআইএস/এইচএডি/