পঞ্চগড়: পঞ্চগড়ে করতোয়া নদীর গতিপথ বন্ধসহ বাঁধ নির্মাণ করে বালু উত্তোলন করার দায়ে সেলিম (৩০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অভিযানে অবৈধ ওই বাঁধ ভেঙে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বোদা উপজেলার কাটনহাড়ি টেকরাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন বোদা উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
দণ্ডপ্রাপ্ত সেলিম ওই এলাকার আব্দুল মজিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সহাকারী কমিশনার শাহরিয়ার রহমান বাংলানিউজকে জানান, ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সেলিমকে ১ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এসআরএস