ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে লরিচাপায় ভটভটি চালক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
কিশোরগঞ্জে লরিচাপায় ভটভটি চালক আহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ার চর এলাকায় লরিচাপায় আজাহারুল ইসলাম (২৬) নামে এক ভটভটি চালক আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

  

আহত আজাহারুল একই উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিন্নাটি আতকাপাড়ার সালেম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভৈরব থেকে তেল ভর্তি একটি লরি শেরপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে কামালিয়ার চর এলাকায় একটি ভটভটিকে সড়কের পাশে খাদে পড়ে যায় লরিটি। এতে ভটভটির চালক আজাহারুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।