ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ জুয়েল করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ জুয়েল করোনায় আক্রান্ত শেখ সালাহউদ্দিন জুয়েল

খুলনা: খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে খুলনাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন তিনি ও তার পরিবার।

সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েলের ব্যাক্তিগত সহকারি ও মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী জাহিদুল ইসলাম বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৬ ফেব্রুয়ারি তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি তার ঢাকাস্থ বাসভবনেই অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতে অসুস্থ্য বোধ করায় রাত সাড়ে আটটার দিকে তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শরীরের অবস্থা ভালো আছে বলে তিনি জানান। গত চার পাঁচ দিন আগে শেখ সালাহউদ্দিন জুয়েলের জ্বর হয়। তারপর সন্দেহ হওয়ায় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।

পাশাপাশি তিনি বলেন, বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, নৌ পরিবহন মালিক সমিতির সহ সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের চাচা খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খুলনাবাসীসহ দেশবাসীর দোয়া ও প্রার্থনা কামনা করেছেন সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এমআরএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।