ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন দিনের ছুটিতে ঈদের আমেজ, সড়কে যানজট

সাগর ফরাজী, সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
তিন দিনের ছুটিতে ঈদের আমেজ, সড়কে যানজট

সাভার (ঢাকা): আসছে ২১ এ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শুক্রবার- শনিবার সরকারি ছুটি। ফলে এবারের দিবসটি ঘিরে তিন দিনের একটি টানা ছুটি পেয়েছে সরকারি চাকরিজীবীরা এবং বেসরকারি চাকরিজিবীর অনেকেই দুই ছুটির সাথে মিল রেখে আরেকদিন শনিবার ছুটি নিয়েছে কর্মস্থল থেকে।

তিন দিনের এই ছুটি পেয়ে বাড়ি ছুটছে মানুষ।

একারণে সড়ক ও বাস স্ট্যান্ডগুলোতে লক্ষ্য করে দেখা যাচ্ছে বাড়িমুখী মানুষের উপচে পড়া ভিড়। এ যেন ঈদের আমেজের মতোই। তবে এতে সড়কে পরিবহনের চাপে দীর্ঘ যানজটও দেখা গেছে৷

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার বাইপাইল ও নবীনগর এলাকায় এমন চিত্রই দেখা গেছে৷

বাইপাইল বাস স্ট্যান্ডে গিয়ে কথা হয় ইব্রাহিমের সাথে। তিনি সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন। জামালপুরের একটি উপজেলায় বাড়ি তার। ইব্রাহিম বাংলানিউজকে বলেন, আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) ও ২১ এ ফেব্রুয়ারি দু'দিনের সরকারি ছুটি। মাঝখানে একদিন শনিবার অফিস থেকে ছুটি নিছি৷ আজ সন্ধ্যায় কারখানা ছুটি হওয়ার সাথে সাথে ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছি৷ বাড়িতে যাবো কিন্তু বাসের ভাড়া অতিরিক্ত ও বাসের সিটও পাওয়া যাচ্ছে না।

নবীনগর বাস স্ট্যান্ডের পাশে বাসের জন্য অপেক্ষামান অবস্থায় ব্যাগের ওপর বসে ছিলেন মিল্লাত ও রিনা। এই দম্পতি যাবেন রাজবাড়িতে। মিল্লাত বলেন, দুই দিন আগেই বাসের টিকিট কেটে রেখেছিলাম। তাই বাসের জন্য অপেক্ষা করছি। শুনেছি রাস্তায় নাকি অনেক যানজট। এমন যানজট হলে কখন যে বাড়ি গিয়ে পৌঁছাব আল্লাহ ভালো জানেন।

শেরপুরগামী মাহি পরিবহনের চালক আলমগীর বাংলানিউজকে বলেন, ৬ টার দিকে আমি গাড়ি ছাড়ছি। এখন বাইপাইলে আছি দুই ঘন্টায় এসেছি। যেখানে আমাদের যেতে ৩০ মিনিট লাগে। আজ রাস্তায় প্রচুর গাড়ি। ছোট বড় সব গাড়ি বিভিন্ন জেলায যাত্রী নিয়ে যাচ্ছে।

আলহামরা পরিবহনের টিকিট কাউন্টার মাস্টার আদিল বাংলানিউজকে বলেন, আমাদের সিটগুলো একদিন আগেই বুক হয়ে গেছে। আজ যাত্রীরা আসছে আর আমরা শুধু বাসে তুলে দিচ্ছি।

যাত্রীদের থেকে কেনো বেশি ভাড়া নেওয়া হচ্ছে? এমন প্রশ্নে তিনি বলেন, আসলে আমরা কাউন্টার মাস্টারটা কখনো বেশি ভাড়া নেই না। আর আমাদের গাড়ি ভিআইপি এখানে বেশি ভাড়া নেওয়ার সুযোগ নেই। তবে কিছু কিছু বাসের কন্ডাক্টার বেশি ভাড়া নেয়৷ এর জন্য সেই বাসগুলোর মালিকরাই দায়ী।

এদিকে সাভার ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগরগামী জীরানি থেকে বাইপাইল পর্যন্ত ৭ কিলোমিটার যানজট। ঢাকা-আরিচা মহাসড়কে সভার ও ধামরাই কিছুটা যানজট ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের কিছু অংশ যানজট রয়েছে৷

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।