ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুগন্ধা নদীতে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
সুগন্ধা নদীতে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে নৌকা ডুবে নূরে আলম সিকদার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের মগড় এলাকায় সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরে আলম সিকদার (৬৫) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ডালমারা গ্রামের হাশেম আলী সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটির তৈরি হাড়ি-পাতিল বিক্রি করার জন্য দুই শিশুকে নিয়ে নূরে আলম নৌকায় করে যাচ্ছিলেন। ঢাকাগামী বড় একটি লঞ্চ নদী দিয়ে যাওয়ার সময় স্রোত ও ঢেউ ওঠে। এতে নৌকায় থাকা নূরে আলম সিকদারসহ অপর দুই শিশু নৌকা উল্টে নদীতে পড়ে যায়।

নিহতের স্বজন মোস্তফা সিকদার জানান, পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলমকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, যথাযথ নিয়ম মেনে রাতেই নূরে আলমের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, এ বিষয়ে থানা পুলিশকে কেউ অবগত করেনি। বিষয়টি নিয়ে ফেসবুক ও সাংবাদিকদের কাছ থেকে আমরা শুনেছি। স্থানীয়ভাবেও কেউ কিছু এখনও জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।