ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়ক আইন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাড়িচালকদের সমাবেশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
সড়ক আইন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাড়িচালকদের সমাবেশ  গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা। ছবি: বাংলানিউজ

বান্দরবান: সড়ক আইন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে গাড়ি চালকদের সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের মেঘলা এলাকার মেঘালয় হিল রিসোর্ট প্রাঙ্গণে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত দুই মাসব্যাপী গাড়িচালকদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।  

তিনি বলেন, মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ। এসময় তিনি আরো বলেন, একটি নিরাপদ ও দুর্ঘটনামুক্ত সড়ক, সুন্দর আগামী গড়তে অন্যতম সহায়ক।

পুলিশ সুপার বলেন, প্রতিটি যানবাহনের চালককে আরো বেশি দায়িত্বশীল হতে হবে আর এর মাধ্যমে সড়কে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা গেলে নিরাপদ জীবনও গড়া সম্ভব, কারণ মানুষের জীবন ধারনের সঙ্গে সড়ক ওতপ্রোতভাবে জড়িত।
 
গাড়িচালকদের সমাবেশ অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক (মার্কেটিং) আবদুল্লাহ আল ফাহাদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, প্রকৌশলী মোরশেদ আলমসহ চার শতাধিক চালক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
 বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।