ঢাকা: মা বলছিলেন, বাবা ওঠো, বোন বলছে ভাইয়া ওঠো। কিন্তু শিশু ইউসুফের এসব ডাকে সাড়া দেওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে রিকশায় থাকা বোনের কোল থেকে ছিটকে পড়ে যায় শিশু ইউসুফ। এতে সে গুরুতর আহত হয়। ইউসুফকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।
সেখানে রাখা হয় ইউসুফের মরদেহ। মরদেহের পাশেই বিলাপ করতে দেখা গেছে মা ইয়াসমিন আক্তার ও শিশুটির বোন সাবিহাকে।
মাকে বলতে শোনা যায়, ‘ও বাবা, ওঠো। আমি তোমার মা ডাকছি, তুমি ওঠে বসো। ’
একই দুর্ঘটনায় আহত শিশুর বোন সাবিহাও মায়ের সঙ্গে চিৎকার করে বলতে থাকে, ‘ভাইয়া, ও ভাইয়া গো, তুমি কথা বলো। আমি আর পারছি না। ’
এভাবেই ইউসুফের মা এবং বোন বিলাপ করতে থাকেন।
এ দুর্ঘটনার বিষয়ে কথা হয় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলমের সঙ্গে। তিনি জানান, আমরা যতটুকু জানতে পেরেছি কোনোভাবে রিকশা থেকে শিশুটি পড়ে গিয়ে আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তবুও বিস্তারিত আমরা জানার চেষ্টা করছি।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এজেডএস/এইচএডি