ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ভারতীয় নাগরিকসহ ২১ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
মহেশপুরে ভারতীয় নাগরিকসহ ২১ জন আটক প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ভারতীয় নাগরিকসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।  

আটকরা হলেন- সিরাজুল ইসলাম (১৮), ইয়াসিন আলম (২৩), রুকসানা বেগম (৩৪), সুপ্রকাশ মৃধা (৬১), সেলিম রেজা (৩৭), নারগিস বেগম (৩৯), লোকমান শেখ (১৯), আজমিরা (১৮), ইব্রাহিম (৪৯), ফারুক হোসেন (৩৪), অসীম কুমার অধিকারী (৪১), টুমপা রানী অধিকারী (৩০), প্রান গোপাল অধিকারী (০৭), সাথী খাতুন (৩২), এমডি মমিন (২৩), জহির খালাসী (৪২), নজরুল খন্দকার (২৬), সৌরভ রায় (১৯), রুপা খাতুন (২৪), হাবিবা আক্তার (২০) ও  ভারতীয় নাগরিক সুরমা (৭০)।

এরা যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, পিরোজপুর ও ভারতের বর্ধমান জেলার নাগরিক।  
 ঝিনাইদহের মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে যাচ্ছে এবং ভারত থেকে একজন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে ওই সব স্থানে অভিযান চালিয়ে পুরুষ, নারী ও শিশুসহ ২১ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছে।  

আটক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের ঝিনাইদহ কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।