বরিশাল: বরিশালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় অস্থায়ী কার্যালয় বরিশাল অডিটোরিয়ামে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
অতিথিরা শিল্পকলা একাডেমিকে সংস্কৃতি চর্চার কেন্দ্রস্থল উল্লেখ করে বলেন, ১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জানতেন, শিল্পচর্চা ছাড়া একটি জাতির স্বাধীনতার কোনো মূল্য নেই। নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি চর্চার আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে বাংলা সংস্কৃতি বিলীন হয়ে যাবে।
জাতির জনকের হাতে প্রতিষ্ঠা পাওয়া শিল্পকলা একাডেমি এখন একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। অতিথিরা শিল্পকলা একাডেমির আগামীর সফলতা কামনা করেন।
জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার, সংস্কৃতিজন এস এম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জেলা সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলার সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, জেলা কালচারাল অফিসার হাসানুর রশীদ মকসুদ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এমএস/এমজেএফ