মৌলভীবাজার: আগুনের কাছে গেলে আগুনের তাপ পাওয়া যায়, মৌলভীবাজারের মানুষের কাছে গেলে আমি সেই তাপ টের পাই। মৌলভীবাজারের উন্নয়নের জন্য ঢাকায় চাপ আছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে কোদালীছড়া উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান একথা বলেন।
তিনি বলেন, এই সরকার আপনাদের সরকার। শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিটি জেলা শহর সমান গুরুত্বপূর্ণ। উন্নয়নের ক্ষেত্রে মৌলভীবাজারের জায়গা অনেক ঊর্ধ্বে। অতীতে এখানে অনেক উন্নয়ন হয়েছে, সব জায়গায় গাড়ি নিয়ে যাওয়া যায়। এখানে অনেক প্রবাসী আছেন, আছে পর্যটন আর চা শিল্প।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসীন আলীর সহধর্মিণী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, প্রকল্প পরিচালক, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) কাজী মিজানুর রহমান প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে কোদালীছড়া উন্নয়নে পাঁচটি প্যাকেজে প্রায় ২৫ কোটি টাকার প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠান শেষে মন্ত্রীকে পৌরসভার পক্ষ থেকে ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেন পৌরসভার মেয়র ও কাউন্সিলররা।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
বিবিবি/এএ