ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
মানিকগঞ্জে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী এলাকায় ট্রাকচাপায় কামাল হোসেন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কামাল একই জেলার ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের গোয়ালজান গ্রামের মোতাহের মৃধার ছেলে। তিনি স্থানীয় একটি ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আল মামুন বাংলানিউজকে জানান, বিকেল শিবালয়ের উথলী থেকে হেঁটে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন কামাল। পথে ওই মহাসড়ক পাড় হওয়ার সময় পাটুরিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ ও হেলপার মাসুমকে আটক করা হয়েছে। আটক মাসুম বরগুনার অযোদ্ধা এলাকার দুলাল মিয়ার ছেলে। চালকের অনুপস্থিতিতে তিনি ওই ট্রাকটি চালাচ্ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।