কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় তিনটি গন্ধগোকুল ধরে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষে হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক রেহাল মাহমুদ বাদী হয়ে করিমগঞ্জ থানায় অভিযোগপত্রটি দায়ের করেন।
অভিযোগপত্রের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিও সংযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টানপাড়া গ্রামের কতিপয় লোক বিভিন্ন স্থান থেকে ৩টি গন্ধগোকুল পিটিয়ে হত্যা করে উল্লাস প্রকাশ করেছেন। তাদের গন্ধগোকুল মারার ঘটনা ও ছবি সম্বলিত পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি ও ঘটনার বর্ণনা ধরে এ ঘটনায় জড়িত লোকজনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয় অভিযোগপত্রে।
বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, বন বিভাগের পক্ষ থেকে থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে। এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
আরএ