বরিশাল: বরিশালে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর নেতৃত্বে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর আলোকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এ সময় বরিশাল সদর উপজেলাধীন চরমোনাই এলাকায় কীর্তনখোলা নদীর তীরে কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি কাটার সময় ৪ জনকে আটক করা হয়।
এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করায় একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমএস/এইচএডি/