ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর খলিফাঘাট এলাকার একটি বাসায় তাসনিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাসনিমা আক্তারের বাড়ি নরসিংদীর মাধবদীতে। একমাস আগেই মাহফুজ হাসান মিজানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা খলিফাঘাট চান মসজিদ রোডের নিজেদের বাড়ির ২য় তলাতে থাকতেন। বাসার নিচেই মিজানের একটি কাপড়ের দোকান রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা স্বামী মিজান জানায়, সকালে তাসনিমা গ্রামে বাবার বাড়িতে যেতে চান। কয়েকদিন পরে তাকে বাবার বাড়িতে নিয়ে যাবে বললে তিনি তা মানতে নারাজ হন এবং খুব জেদ করেন। পরে স্বামী মিজান গোসলখানায় ঢুকেন। সেখান থেকে বের হয়ে তাসনিমাকে রুমে না পেয়ে ৪র্থ তলায় গিয়ে একটি ফাঁকা বাসার দরজা ভিতর থেকে আটকানো দেখতে পান। পরে পরিবারের লোকজনকে ডাকলে সবাই মিলে বাসার দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ওড়না পেচানো গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় বলে দাবি করেন মিজান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এজেডএস/এমআরএ