ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে সমর আলী (৪০) নামে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে।  

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য জানান।



তিনি জানান, নিহত সমর আলী নয়াগাঁও গ্রামের বাসিন্দা।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হাজী আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে। এ ঘটনায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উভয় গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার সকালে আবারও দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আলাউদ্দিন গ্রুপের সমর আলীসহ দুই গ্রুপের আরও পাঁচজন গুরুতর আহত হন। এদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সমর আলী মারা যান। বাকি পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।