ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
নওগাঁয় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ  হুইল চেয়ার বিতরণ। ছবি: বাংলানিউজ

নওগাঁ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।  

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অনুপ্রেরণার বাতিঘর চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

 

জেলা প্রশাসক হারুন অর রশিদ এর সভাপতিত্বে এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক উওম কুমার, জেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে মোট ৪০ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।