ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেমরায় ছুরিকাঘাতে নারী পোশাকশ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
ডেমরায় ছুরিকাঘাতে নারী পোশাকশ্রমিক আহত হাসপাতালে চিকিৎসাধীন শারমিন আক্তার

ঢাকা: রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে শারমিন আক্তার (১৭) নামে এক পোশাকশ্রমিক আহত হয়েছে। প্রতিবেশীরা জানায়, রেদওয়ান নামে এক মাদকাসক্ত যুবক তাকে ছুরিকাঘাত করেছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সারুলিয়া বক্সনগর ভাণ্ডারির বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বাড়িওয়ালার ছেলে তানভীর জানান, তাদের টিনশেড বাড়ির অপর ভাড়াটিয়ার ছেলে রেদওয়ান মাদকাসক্ত। বিকেলে শারমিনের বাসার জানালার পাশে মাদকসেবন করার জন্য তার জানালা লাগিয়ে দিতে বলেন রেদওয়ান। এ নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাসায় ঢুকে শারমিনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রেদওয়ান। পরে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে খবর পেয়ে ঢামেক হাসপাতালে আসেন আহত শারমিনের ভাই শাহীন। তিনি বলেন, আমি বাইরে ছিলাম। এখনও ঘটনার বিস্তারিত জানি না। আমার বোন স্থানীয় একটি গার্মেন্টসে পোশাকশ্রমিক হিসেবে কাজ করে। আজ অফিস বন্ধ থাকায় বাসায় ছিল সে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, বিষয়টি ডেমরা থানায় জানানো হয়েছে। শারমিন হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।