ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে।  

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।  

স্থানীয়রা জানায়, শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশন এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ময়মনসিংহের নাসিরাবাদ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।  

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।