ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শরিফুল্লাহ খান ইমন (২২) নামে এক যুবককে  কুপিয়ে জখম করছে প্রতিবেশী লোকজন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ইমনকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তিনি ভাদেশ্বরা গ্রামের আলী আকবর খানের ছেলে।

আহত ইমনের চাচা ইসমাইল খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক মিটারে আগুন লাগিয়ে দেন প্রতিবেশী আব্দুর রহমানের ছেলে আবু বক্কর। শুক্রবার বিকেলে সদর মডেল থানায় অভিযোগ করার পর শনিবার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন তদন্ত করতে আসেন। তদন্ত করে যাওয়ার পরপরই ভূইয়া বাড়ি জামে মসজিদে আসরের নামাজের সময় মুস্তাকিমসহ ১০-১৫ জন মিলে ইমনকে কুপিয়ে জখম করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে জানান, ইমনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জখম ও প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।