ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমার বাবা কারও জমি দখল করেননি: শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
আমার বাবা কারও জমি দখল করেননি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান বলেছেন, বাংলাদেশের অন্যতম ধনী পরিবারের সন্তান হয়েও আমার বাবা আমাদের জন্য এক টাকাও রেখে যাননি। এ হীরা মহল আমার দাদার ভিটা।

এক টুকরো জমি আমার বাবা দখল করেননি। যেই পরিমাণ অর্থ আমার বাবা দাদার ছিল। তারা চাইলে নারায়ণগঞ্জ অর্ধেকটা কিনতে পারতেন। আমার বাবা তা করেননি। এ কারণেই হয়তো আল্লাহ আমাদের তিন ভাইকেই জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত জননেতা একেএম শামসুজ্জোহার ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসদাইর কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানের আগে এসব কথা বলেন তিনি।  

এ সময় কবরস্থান মাদ্রাসা সম্পর্কে শামীম ওসমান বলেন, আগে এখানে একটা মাদ্রাসা ছিল। সব সময় কোরআন তেলাওয়াত হতো। যখনই কবর জিয়ারত করতে আসতাম দেখতাম এখানে কোরআন তেলাওয়াত চলছে। ওদের কাছে দোয়া চাইতাম। যেখানে কোরআনে হাফিজ তৈরি হয় সেখানে দিন রাত চব্বিশ ঘণ্টা কোরআন তেলাওয়াত হতে থাকে। যেখানে ২৪ ঘণ্টা কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমতও বর্ষিত হয়। আমাদের বাবা-দাদা, আত্মীয় ও স্বজন যারাই এখানে শুয়ে আছেন তাদের সবার ওপরই এ রহমতটা আসতো। হয়তো ভবিষ্যতে মাদ্রাসাটা আবারও হবে। আমার মনে হয় এটা হওয়া উচিত।  

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সবার কাছে নিজের বাবা, মা ও মৃত ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া কামনা করেন শামীম ওসমান। মিলাদ শেষে বাবার কবর জিয়ারত করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।