নরসিংদী: নরসিংদীর পলাশে ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তিনি সার কারখানা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, ঘোড়াশালে দক্ষিণ এশিয়ায় মধ্যে সর্ববৃহৎ সারকারখানা নির্মাণ করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকাণ্ড খুবই দুঃখজনক। এ অগ্নিকাণ্ড কারো গাফিলতির কারণে সংগঠিত হয়েছে কিনা তা জানার জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত প্রতিবেদনে কারো কোনো গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।
সার কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য আনোয়রুল আশরাফ খান দিলীপ, ঘোড়াশাল পলাশ সার কারখানা প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়সমিন, সহকরী কমিশনার ভূমি আমিনুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাহফুজুল হক টিপুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এনটি