কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে পুরো দেশ। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ঢাকায় কেন্দ্রীয়ভাবে উদ্যাপন করা হচ্ছে।
করোনার কারণে এবার অনেকটা কড়াকড়ির মধ্যে উদ্যাপন করা হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ। এতে ব্যক্তি ছাড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে।
প্রতিবারই বেশ কয়েকটা সংগঠন একটু ভিন্ন আঙ্গিকে তাদের শ্রদ্ধার ফুল সাজায়। এবার ‘ঢাকাইয়া ঐক্য’ নামের সংগঠন শ্রদ্ধার ফুল দিয়ে করেছে মানচিত্র। যেখানে মাঝখানে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। আর চারপাশে ভাষা শহীদদের ছবি। এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির কার্যনির্বাহী সদস্য হাসান মাহমুদ সানী বাংলানিউজকে বলেন, প্রতিবারই আমরা একটি মেসেজ দেওয়ার জন্য শ্রদ্ধার ফুল সাজাই। এবার আমরা মানচিত্র খচিত ফুল দিয়ে ফ্রেম তৈরি করেছি। যেখানে শহীদ মিনার, ভাষা শহীদরা রয়েছেন। মানচিত্র করার মধ্য আমরা ৬৪ জেলায় বাংলা ভাষার গুরুত্ব ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাড়ুক আমরা সেটা চাই।
ফুল দিয়ে ‘অ’ বর্ণমালার ফ্রেম তৈরি করেছে অনির্বাণ ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজকল্যাণ প্রতিষ্ঠান। এছাড়া শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ীদের পক্ষ থেকেও বৈচিত্র্যময় ফ্রেম তৈরি করা হয়। প্রথমবারের মতো্ শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন শেফ ইউনিটি অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ। সংগঠনটির সদস্যরা সবাই শেফের পোশাক পরিধান করেছেন। মাথায় সাদা ক্যাপ। জানতে চাইলে সংগঠনটির সভাপতি আহসান হাবিব বাংলানিউজকে বলেন, আমাদের সংগঠনে সারাদেশের ৪০ হাজার সদস্য রয়েছে। আমরা আমাদের অধিরক্ষায় রক্ষায় কাজ করি। যাদের জব চলে যায়, তাদের সহযোগিতা করি। ভাষার প্রতি যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে সবাই একসঙ্গে এসেছি।
প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে রয়েছে গণসংহতি আন্দোলন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ, হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশান (ক্র্যাব), একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কল্যাণ পার্টি, বাংলাদেশ কংগ্রেস, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশ হকার্স লীগ, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এসকেবি/ইউবি