ঢাকা: সরকারি সকল দপ্তর-সংস্থার সর্বস্তরে বাংলা প্রচলনের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা৷
রোববার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷
তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যেই তাদের তিনটি নীতিমালা ইংরেজি থেকে বাংলায় করার জন্য আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে৷ আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই এই নীতিমালাগুলো ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত হবে।
তিনি আরও বলেন, শুধু নির্বাচন কমিশন নয় সরকারি সকল প্রতিষ্ঠান সংস্থা তাদের নীতিমালা বাংলায় নিয়ে আসবে বলে আমি আশা করি৷ ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে৷ পরিবর্তন হচ্ছে৷ আশা করি সর্বস্তরে বাংলা প্রচলন হবে৷
বাংলাদেশ সময় ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
ডিএন/ইউবি