সিলেট: ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন সিলেটবাসী।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহরে (১২টা ১ মিনিট) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল লাখো জনতার ঢল।
করোনা পরিস্থিতির ভয়াবহতা উপেক্ষা করেও ফুল হাতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সব ভাষা শহীদের ফুলেল শ্রদ্ধা জানালেন আপামর জনতা। শ্রদ্ধা নিবেদনের জন্য নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লাখো জনতার শ্রদ্ধার পুষ্পাঞ্জলীতে ভরে ওঠে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বেদি।
প্রথমে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি অব পুলিশ, পুলিশ কমিশনার, ডিআইজি প্রিজন, জেলা প্রশাসক, পুলিশ সুপার কমান্ডেন্ট আরআরএফ, আর্মড পুলিশ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একে একে বিভাগীয় ও জেলা পর্যায়ের সিভিল ও প্রশাসনের প্রধান, বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান সরকারি প্রটোকল অনুযায়ী ক্রমানুসারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এছাড়া, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, সিলেট জেলা পরিষদ, সদর উপজেলা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সিলেট সিটি করপোরেশনের মেয়রের শ্রদ্ধা নিবেদনের পর সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা পরিষদ, সদর উপজেলা, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে শহীদ মিনার ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই রাতের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এনইউ/এফএম