ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্লীলতাহানির ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
শ্লীলতাহানির ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে মামলা প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় সহপাঠীসহ এক কলেজছাত্রীকে নিজ বসতঘরে জিম্মি করে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সে দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বখাটে কয়েক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় বখাটে চাঁদাবাজ পুলক, আকবর, রায়হান ও অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী কলেজছাত্রী।  

গত ১৮ ফেব্রুয়ারি জেলার সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার অভিযোগে জানা যায়, ওই কলেজছাত্রী তার এক সহপাঠীকে নিয়ে নিজ বসতঘরে লেখাপড়া নিয়ে আলোচনা করছিলো। এসময় উল্লেখিত আসামিরা উদ্দেশ্য প্রণোদিত ও পূর্বপরিকল্পিত হামলা চালিয়ে দুই জনকে জিম্মি করে। একপর্যায়ে সহপাঠীকে বেদম মারধর করে এবং দুই জনকে বেঁধে মোবাইলের মাধ্যমে আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করে। এসময় তারা কলেজছাত্রীর শ্লীলতাহানি করে।  

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পরে পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।