মাগুরা: মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডি কলেজের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাত র্দুবৃত্তরা শহীদ মিনারটি ভাঙচুর করেছে বলে কলেজ কর্তৃপক্ষ ধারণা করছেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানিয়েছে শহীদ মিনারটি পুনরায় নির্মাণ করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলেজ অধ্যক্ষ পল্লব কুমার দে বলেন, কলেজ প্রতিষ্ঠার পর ২০০২ সালে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। সবশেষ গতকাল শনিবার বিকেলে তিনি শহীদ মিনারটি অক্ষত অবস্থায় দেখেছেন। রোববার সকাল ৯টার দিকে ফুল দিতে এসে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভ ভেঙে মাটিতে পড়ে আছে। ঘটনাটি তিনি থানায় জানালে পুলিশ এসে অস্থায়ীভাবে শহীদ মিনারটি পুনঃনির্মাণ করে। পরে পুনঃনির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে কেউ এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
আরএ