ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে দিশারী পাঠাগারের উদ্যোগে ৮ ব্রিগেড গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে দিশারী পাঠাগারের উদ্যোগে ৮ ব্রিগেড গঠন

কুড়িগ্রাম: বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনকে সহায়তা ছাড়াও বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামে স্কুলের ছাত্রীদের নিয়ে পাড়াভিত্তিক ব্রিগেড গঠন করা হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধে এসব ব্রিগেড গঠনের ঘোষণা দেন সংগঠনের সভাপতি, লেখক ও সাংবাদিক সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুক।

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী বাজারস্থ দিশারী পাঠাগারের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে ৮টি ব্রিগেড গঠন করা হয়েছে। প্রতিটি বিগ্রেডে ৬-৮ জন সদস্য রয়েছে। রয়েছে একজন করে দলনেতা।

ব্রিগেডের একজন সদস্য সুমনা আক্তার বাংলানিউজকে জানান, বাল্যবিয়ের বিরুদ্ধে সরকারের উদ্যোগ স্বত্বেও নানাভাবে অপ্রাপ্ত বয়সের ছাত্রীদের বিয়ে দিচ্ছেন অভিভাবকরা। এতে অকালেই অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। তাই নিজেরাইতো বটেই, অন্য ছাত্রীদের বাল্যবিয়ের হাত থেকে বাঁচাতেই এমন উদ্যোগে শরিক হয়েছেন তারা।

সংগঠনের সভাপতি আব্দুল খালেক ফারুক বাংলানিউজকে জানান, গত এক সপ্তাহে দিশারীর খুদে পাঠকরা দুটি বাল্যবিয়ের ঘটনা প্রতিরোধ করেছে। আশা করা হচ্ছে এই ব্রিগেড বাল্যবিয়ে রোধে ফলপ্রসূ হবে এবং সারা বাংলাদেশে তা রোল মডেল হবে।
 

তিনি উৎসাহী ছাত্রীদের প্রশিক্ষণ ও শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার জন্য সরকারি ও বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।