ঢাকা: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, বিশেষ প্রদর্শনী, ভাষা আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে জাতীয় জাদুঘর।
রোববার (২১ ফেব্রুয়ারি) জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে অনুষ্ঠিত হয় শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও বিশেষ প্রদর্শনী।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দি হিসেবে কারাগারে থাকার সময় তার রচিত অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন বইয়ের নির্বাচিত অংশের উপর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়।
সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম, ভাষাপ্রীতি ও নিজস্ব ঐতিহ্য অন্বেষণে আগ্রহ তৈরি হবে বলে জাদুঘরের মহাপরিচালক আশা ব্যক্ত করেন।
এই আয়োজনের পর কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু ও একুশের চেতনায় লালিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাদুঘরের শিক্ষা অফিসার সাইদ সামসুল করীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের সচিব গাজী মো. ওয়ালি-উল-হক।
আলচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এইচএমএস/এএ