ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ভাষা সৈনিক খান জিয়াউল হককে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
মাগুরায় ভাষা সৈনিক খান জিয়াউল হককে সম্মাননা

মাগুরা: মাগুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাগুরা অন্যতম ভাষা সৈনিক ও প্রবীণ শিক্ষাবিদ খান জিয়াউল হককে সম্মাননা দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আলোক বিন্দু।

রোববার দুপুরে ভাষা সৈনিকের বাড়িতে এ সম্মাননা প্রদান করা হয় ।

 

এ সময় সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এস আলম তুহিন, সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাব্বী হোসেন, মানবসম্পদ সম্পাদক জুবাইদা আক্তার, গ্রুপ লিডার রাজিয়া সুলতানা ও সদস্য বাবলু বিশ্বাস উপস্থিত ছিলেন।  

সম্মাননা প্রদান শেষে প্রবীণ এ ভাষা সৈনিকের সঙ্গে সংগঠনের সদস্যরা মত বিনিময় এবং তার দীর্ঘায়ুসহ মঙ্গল কামনা করেন ।

১৯৫০ সালে যশোর এমএম কলেজের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন খান জিয়াউল হক। দেশব্যাপী ভাষা আন্দোলনের সময় খুলনার আন্দোলনে ভূমিকা রাখেন তিনি। সে সময় সামনে থেকে যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম।  

বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।