ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় আগুনে পুড়লো ঘর, ঘুমন্ত মা ও ২ ছেলে দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
হাতীবান্ধায় আগুনে পুড়লো ঘর, ঘুমন্ত মা ও ২ ছেলে দগ্ধ ভস্মীভূত ঘর। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঘরে আগুন লেগে ঘুমন্ত মা ও দুই ছেলে দগ্ধ হয়েছেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার মৃত জোবেদ আলীর স্ত্রী হাজেরা বেওয়া (৪৫), ছেলে আল আমিন (১৫) ও হিমেল (০৯)।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) নুরুল আমিন সরকার বাংলানিউজকে জানান, রাতে খাওয়া শেষে দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পরেন বিধবা মা হাজেরা। মধ্যরাতে হঠাৎ চুলোর আগুন থেকে পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। এতে ঘুমন্ত মা ও দুই ছেলে দগ্ধ হন। তাদের চিৎকারে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণ করে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করেন। সব থেকে বেশি দগ্ধ হয়েছে ছোট ছেলে হিমেল। তার পুরো পিঠ পুড়ে গেছে।

এ অগ্নিকাণ্ডে বিধবা হাজেরা বেওয়ার থাকার দুইটি ঘর ভস্মীভূত হয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।