ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
নাটোরে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত  এএসআই বিষ্ণুপদ পাল

নাটোর: নাটোর শহরের হরিশপুর এলাকায় বাসচাপায় বিষ্ণুপদ পাল (৪৩) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।  

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে নাটোর-পাবনা মহাসড়কের পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিষ্ণুপদ কোর্ট পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তিনি বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা গ্রামের অমুল্যপদ পালের ছেলে।  

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আব্দুল মতিন বাংলানিউজকে জানান, সকালে হরিশপুর এলাকায় পুলিশ লাইন্স থেকে বের হয়ে নাটোর-পাবনা মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এএসআই বিষ্ণুপদ। এ সময় শহর থেকে পাবনাগামী একটি বাস পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর জখম হন তিনি। এ অবস্থায় পুলিশ সদস্যসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি জানান, খবর পেয়ে নাটোর পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত এএসআই বিষ্ণুপদ’র মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।