গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার জিটি স্কুলের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি লিমন বিশ্বাস ও সহপাঠি মিতু হক বক্তব্য রাখেন।
বক্তরা ওই স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, টুঙ্গিপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকার একটি কোচিং সেন্টার থেকে পড়া শেষ করে ইজিবাইকে করে বাসায় ফিরছিলো ওই স্কুলছাত্রী। পথে ইজিবাইকের গতিরোধ করে শ্রীরামকান্দি গ্রামের আনোয়ার মল্লিকের ছেলে মিতুল মল্লিক (২২), একই গ্রামের শুকুর আলী শেখের ছেলে রাজিব শেখ (২৩) ও ঘোপেরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে রসুল খান (২১) ওই স্কুল শিক্ষার্থীর চোখ বেঁধে ইজিবাইকে করে তুলে নিয়ে যায়। পরে মিতুল মল্লিক তাকে ধর্ষণ করে। অন্য দুই যুবক পাহারা ও ধর্ষণে সহায়তা করে। রাত ৮টার দিকে ধর্ষক ও তার সঙ্গীরা অচেতন অবস্থায় ওই ছাত্রীর বাসার সামনে ফেলে রেখে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া হাসপাতালে ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই স্কুলছাত্রী বাড়িতে অবস্থান করছে।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে টুঙ্গিপাড়া থানায় ওই তিন যুবককে আসামি করে একটি মামলা দায়ের করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
আরএ