বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলা বিদেশি পিস্তল ও গুলিসহ আবু বকর ছিদ্দিক শাহীন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাহীন গাবতলী উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) লাল মিয়া বাংলানিউজকে জানান, স্থানীয় বাজারে শাহীনের সকাল-সন্ধ্যা নামে একটি সমিতি রয়েছে। এর মাধ্যমে এলাকায় সুদের ব্যবসা করতো শাহীন। সুদের ব্যবসা করা অন্য এক সমিতির সঙ্গে শাহীনের টাকা লেনদেনের ঝামেলা দেখা দেয়। এক পর্যায়ে ওই বাজারে বাকবিতণ্ডার সময় জনসম্ম্মুখে পিস্তল বের করে শাহীন। বিষয়টি জানাজানি হলে অভিযানে নামে পুুলিশ।
এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তার সমিতিতে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে আটক করা হয়।
তিনি আরও জানান, শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
কেএআর