ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামগড়ে মাটিচাপায় একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
রামগড়ে মাটিচাপায় একজনের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে মাটিচাপায় মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রামগড়ের পৌর শহরের সাপ্রুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর ওই এলাকার মৃত ফরিদ উদ্দিনের ছেলে।
 
জানা যায়, সকালে মিজানুর সাপ্রুপাড়া নামক এলাকায় নিজের একটি টিলা শ্রমিক দিয়ে কেটে সমান করছিলেন। এসময় টিলার উপরের অংশ ধসে তিনি মাটির নিচে চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুজ্জামান বাংলানিউজকে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।