ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন সম্পন্ন

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বিপুল সংখ্যক লোকের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের ম্যারাথন দৌড় শুভ উদ্বোধন করেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথন দৌড় পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌধুরী রাস্তার মাথায় গিয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।  

ম্যারাথন দৌড়ে অংশ নেন-ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম, পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ, ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন রানা, উপজেলা প্রকৌশলী নজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাফকাত রিয়াদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা বন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আল মমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।