ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় পৃথক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৪১) ও মতিয়ার রহমান (২৬) নামে দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সুন্দরগঞ্জে ও সকালে সাঘাটা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস সুন্দরগঞ্জের পরাণ গ্রামের জুনায়েত আলীর ছেলে এবং মতিয়ার সাঘাটার রিফায়েতপুর মাঠপাড়ার হাবু মিয়ার ছেলে।

সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, বিকেলে বাড়ি থেকে বাইসাইকেলে করে গণশারহাটে ওষুধ কিনতে যাচ্ছিলেন আব্দুল কুদ্দুস। পথে গণশারহাট এলাকায় ইট বোঝাই একটি ট্রলি পেছন থেকে বাইসাইকেলেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়।

অপরদিকে, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বাংলানিউজকে জানান, সকালে ট্রলিতে করে বালু পরিবহন করছিল মতিয়ার। সকালে গাইবান্ধা-ভরতখালী সড়কের ভাঙ্গমোড়ে ট্রলিটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মতিয়ারের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।